• Call: +8801741126603
  • Email: info.ucare2017@gmail.com
বৃদ্ধাশ্রমে টিম রংধনু
December 12, 2020
বৃদ্ধাশ্রমে টিম রংধনু
“বৃদ্ধাশ্রম “!! -জীবন যখন ঝুঁকে যায় বার্ধক্যে তখন নিয়তি অনেককেই টেনে নেয় দূর্বিষহ এক জগতে, যার নাম দিয়েছি ” বৃদ্ধাশ্রম”।। সন্তানদের অমানবিক মানসিকতা কিংবা আত্মীয়দের চরম নিষ্ঠুরতায় দূর্ভাগ্য এখানে টেনে নিয়ে আসে গুটি কয়েক মানুষকে…..।।
বৃদ্ধাশ্রমে থাকা এসব মা’য়েদের পাশে নিজেদের সাধ্যানুযায়ী আমরা রংধনু কল্যাণ ট্রাস্ট (RongDhonu Welfare Trust)
আয়োজন করেছিলাম বিরিয়ানি, পান-সুপারি ও পিঠাপুলির ।।চেষ্টা করেছিলাম অতীতের স্মৃতি ভুলিয়ে দিয়ে কিছুটা সময় হলেও তাদেরকে আনন্দে রাখতে।।। #আপন_নিবাস_বৃদ্ধাশ্রম‘এ থাকা প্রায় ৬৫ জন মায়ের খোঁজখবর নিয়ে, গল্পস্বল্পে অতিবাহিত করি কিছুটা সময়।। অত:পর তাদের সাথে এক বেলা নিজেরাও খেয়ে ফিরে আসি আপন নীড়ে।।
(Note: আপনার আশেপাশে কোনো ‘মা’ আশ্রয়হীন থাকলে তাদেরকে জানাতে পারেন কিংবা তাদের সাহায্যার্থে যোগাযোগ করতে পারেন “আপন নিবাস বৃদ্ধাশ্রম” এ +8801816779163 – শেলী আপা)
#প্রতিপাদ্যঃ “পৃথিবী থেকে বিলুপ্ত হোক সকল বৃদ্ধাশ্রম, থাকলেও থাকতে পারে গুটিকয়েক অনাথাশ্রম।। সন্তান কিংবা আত্মীয়দের সাথেই হোক বয়োবৃদ্ধদের আপন নিবাস।। “