আলহামদুলিল্লাহ্, আমরা “রংধনু-RongDhonu” গ্রুপ টীম ২য় তথা শেষ ধাপের কম্বল বিতরণী শেষ করলাম।।। ঢাকার বিভিন্ন অঞ্চল(কাজীপাড়া, মিরপুর ১০-২-১, গাবতলি, টেকনিক্যাল, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডী, জিগাতলা, ফার্মগেট, শাহবাগ ইত্যাদি) ঘুরে ঘুরে সহায়হীন -রাস্তায় ঘুমানো মানুষদের দ্বারে পৌঁছে গিয়েছি সামান্য উষ্মতার পরশ নিয়ে।।। যারা বিভিন্নভাবে সহযোগীতা করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।।
রাত ১২ টা থেকে প্রায় ৩ঃ৩০ পর্যন্ত ঢাকার রাজপথ-অলিতে অলিতে ঘুরে প্রায় শতাধিক ছিন্নমূল ভাসমান মানুষকে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়।