আলহামদুলিল্লাহ্, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরবর্তী চরাঞ্চলে সুবিধাবঞ্চিত কৃষকদের পাশে সাধ্যানুযায়ী “রংধনু ওয়েলফেয়ার ট্রাস্ট”।। হুসাইন, সিহাদ, মাইনুল, নাঈমদের সাথে এবারের ইভেন্টে যুক্ত ছিলেন কুড়িগ্রাম জেলার সুবিধাবঞ্চিত মানুষদের একান্তই আপনজন জাহানুর রাহমান খোকন ভাই। ৫১ জন কৃষককে প্রায় ৭০ বিঘা+ জমিতে চাষের উপযুক্ত বীজ ডাল এবং নিত্যপ্রয়োজনীয় কিছু ঔষধ, ওরস্যালাইন, সাবান, মাস্ক ইত্যাদি সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছি।।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পূর্ব দইখাওয়ার চরটি ভারত সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময়ই এখানকার পরিবারগুলো বঞ্চিত হয় সরকারি -বেসরকারি নানারকম সাহায্য-সহযোগিতা থেকে।। চরের ভাঙন- গড়নে বাসভূমি পরিবর্তন নিত্যদিনের রুটিনে পরিনত হয়েছে এখানকার দারিদ্র্য সীমার নচে বসবাসকারী পরিবারগুলোর।।